শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ০৮, ২০২১
০৪:৩১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৮, ২০২১
০৪:৩১ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে ৩ কেজি গাজাসহ একজনকে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। আজ রবিবার ( ৭ নভেম্বর) থানা পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
জানা যায়, রবিবার বেলা পৌনে ১ টায় শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্যরা অলিপুর রাবার ক্যাম্প সংলগ্ন নুরানি মসজিদের উত্তরে বটগাছ তলায় অভিযান চালানো হয়। উক্ত অভিযানে কিশোরগঞ্জ জেলার অন্তর্ভুক্ত ভৈরব পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চন্ডিবেরের বাসিন্দা হেলাল মিয়া (৪৮) কে ৩ কেজি গাজাসহ গ্রেপ্তার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হেলাল মিয়াকে আসামী করে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এসএইচডি/আরসি-১৮