নুরপুর ইউনিয়ন ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৩, ২০২১
১২:৩৫ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৩, ২০২১
১২:৩৫ পূর্বাহ্ন



নুরপুর ইউনিয়ন ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় স্থানীয় সুতাং বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় নুরপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো. মুজিবুর রহমান উদয়ের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. আবেদুর রহমান পাভেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশীদ তালুকদার ইকবাল। 

বিশেষ অতিথির বক্তব্য দেন নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইছহাক আলী সেবন, সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক মো. জাকির হোসেন, শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেঞ্জিত চন্দ্র দেব, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান রাসেল, নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মারুফ আহমেদ, ইউপি মেম্বার শেখ তানভীর আহমেদ শফিক, উপজেলা ছাত্রলীগের শেখ মো. জামাল, এস মাহমুদ, মো. সুমন মিয়া, নুরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. শামীম মাহমুদ, ইউনিয়ন ছাত্রলীগের ধনু আহমেদ রিপন, শেখ সোহানুর রহমান, শিপন মিয়া, কার্জন  মোরাদ আহমেদ। 

এছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালমান তালুকদার, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সোহান, তারেক, ২ নম্বর ওয়ার্ডের মাহবুব, রাব্বী, ৩ নম্বর ওয়ার্ডের শ্রাবণ, হৃদয়, ৪ নম্বর ওয়ার্ডের ইমন, রুবেল, ৫ নম্বর ওয়ার্ডের সোহান, হৃদয়, ৬ নম্বর ওয়ার্ডের মিন্টু, আল আমিন, ৭ নম্বর ওয়ার্ডের রাহি, শাকিল, ৮ নম্বর ওয়ার্ডের ফয়সল, বাপ্পী, ৯ নম্বর ওয়ার্ডের নজরুল ও তানিম।

এইচআরডি/বিএ-০১