হবিগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২১
০৮:০৯ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৭, ২০২১
০৮:১০ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গুমগুমিয়া পূজামন্ডপের সামনে স্থানীয় যুবক ও পূজারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
শনিবার (১৬ অক্টোবর) রাতে নবীগঞ্জ থানার এসআই অমিতাভ তালুকদার বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ১২০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর কুমিল্লার ঘটনায় সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে স্থানীয় যুবকরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি গুমগুমিয়া গ্রামের দুর্গা মন্দিরের সামনে আসা মাত্র পূজারীদের সঙ্গে যুবকদের বাকবিতন্ডা হয়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদসহ অন্তত ২০ জন আহত হন।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, গুমগুমিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।
এস আর/বি এন-০৫