লস্করগাহও তালেবানের দখলে

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৩, ২০২১
০৪:৩২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৩, ২০২১
০৪:৩২ অপরাহ্ন



লস্করগাহও তালেবানের দখলে

কান্দাহার, হেরাতের পর এবার হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহও দখলে নিয়েছে তালেবান। আজ শুক্রবার (১৩ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

দুই কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ দখলে নিয়েছে তালেবান।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, তালেবানের সঙ্গে সমঝোতার পর শহর থেকে সেনা এবং সরকারি কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার কান্দাহার ও হেরাতের প্রদেশের রাজধানী দখলে নেয় তালেবান। কান্দাহার দেশটির দ্বিতীয় এবং হেরাত তৃতীয় বৃহত্তম শহর।

আফগানিস্তানে সহিংসতা বেড়ে যাওয়ার মধ্যে তালেবানকে সরকার ক্ষমতা ভাগাভাগির জন্য প্রস্তাব দেওয়ার পর গুরুত্বপূর্ণ তিনটি প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নিল সশস্ত্র গোষ্ঠীটি।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।  আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলেই চলছে সংঘাত।

আরসি-০৬