ডেল্টা ঠেকাতে ৮৩ শতাংশ কার্যকর স্পুটনিক-৫

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১১, ২০২১
১১:৪৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১১, ২০২১
১১:৪৮ অপরাহ্ন



ডেল্টা ঠেকাতে ৮৩ শতাংশ কার্যকর স্পুটনিক-৫

রাশিয়ার গামালিয়া ইনস্টিটিউটের উদ্ভাবিত কোভিড টিকা স্পুটনিক-৫ করোনার অতিসংক্রামক ধরন ডেল্টার সংক্রমণ ঠেকাতে ৮৩ শতাংশ কার্যকর। বুধবার এই তথ্য জানিয়েছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। খবর বার্তা সংস্থা রয়টার্সের।   

গত জুনে টিকাটির উদ্ভাবক গামালিয়া ইনস্টিটিউট জানিয়েছিল করোনার ডেল্টা ধরনের সংক্রমণ ঠেকাতে তাদের টিকা প্রায় ৯০ শতাংশ কার্যকর। এবার দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্যে জানা গেল ডেল্টা ঠেকাতে টিকাটির কার্যকারিতা ৮৩ শতাংশ। 

স্পুটনিকের উদ্ভাবক প্রতিষ্ঠানটি এমন এক সময়ে এমন দাবি করেছিল যখন গোটা বিশ্বজুড়ে ডেল্টার প্রকোপ ছড়িয়ে পড়েছে। নতুন ঢেউ দেখা দেয় দেশে দেশে। আর ধনী দেশগুলোতে টিকা সহজলভ্য হওয়া সত্যেও অনেকে টিকা নিতে অনীহা জানাচ্ছিলেন।    

গামালিয়া ইনস্টিটিউটের পরিচালক আলেকজান্ডার গিনটসবার্গ বুধবার রাশিয়ার দৈনিক ইজভেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিশ্বজুড়ে এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসের যত ধরন শনাক্ত হয়েছে সব ধরনের ক্ষেত্রে স্পুটনিক-৫ কার্যকর ও নিরাপদ।

বিশ্বের ৬০টি দেশে অনুমোদন পেয়েছে স্পুতনিক–৫। তবে এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) এবং যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশন (এফডিএ) টিকাটির অনুমোদন দেয়নি।   

বিএ-১৩