সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১১, ২০২১
০৮:১০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১১, ২০২১
০৮:১০ অপরাহ্ন
যুক্তরাজ্যে গতদিন কোভিড আক্রান্ত আরও ১৪৬ জনের মৃত্যু হয়েছে। গত ১২ মার্চের পর দেশটিতে করোনাভাইরাস মহামারি আক্রান্ত হয়ে একদিনে এত মানুষের মৃত্যু হয়নি। সরকারি তথ্যে দেখা যাচ্ছে, গত মাসে সংক্রমণ বৃদ্ধির পর এখন মৃত্যু বাড়ছে।
রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার দেশটিতে নতুন করে ২৩ হাজার ৫১০ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে দৈনিক সর্বোচ্চ ৫৪ হাজার ৬৭৪ জন আক্রান্তের অর্ধেক এই সংখ্যাটা। সামাজিক দূরত্ব সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়ার পর আক্রান্তও এখন বাড়ছে।
বিশ্বজুড়ে প্রকোপ ছড়ানো করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনের কারণে যুক্তরাজ্যেও সংক্রমণ-মৃত্যুতে এই ঊর্ধ্বগতি দেখা গেছে। গত এক সপ্তাহে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৬ হাজারের বেশি; যা এর আগের সপ্তাহের আক্রান্তের ৭ শতাংশ বেশি।
গণহারে টিকা দেওয়া হয়েছে এমন যুক্তি দেখিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন নেতৃত্বাধীন ব্রিটিশ সরকার কোভিড সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া শুরু করেছে। জনসনের যুক্তি হচ্ছে, টিকা নেওয়ার কারণে করোনার সংক্রমণ, মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঝুঁকি কমে।
বিশ্বজুড়ে কোভিড টিকাদানে এগিয়ে থাকা দেশগুলোর একটি যুক্তরাজ্য। দেশটির মোট বাসিন্দা এক-চতুর্থাংশ কোভিড টিকার দুই ডোজ নিয়েছেন। এছাড়া মহামারি এই রোগের প্রতিষেধক হিসেবে তৈরি টিকার অন্তত একটি ডোজ নিয়েছে দেশটির ৮৯ শতাংশ মানুষ।
বি এন-০৫