সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১০, ২০২১
০৮:২৫ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১০, ২০২১
০৮:২৫ অপরাহ্ন
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ শিথিল হওয়ায় ফের চালু হচ্ছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। আগামীকাল বুধবার কেন্দ্রগুলো খোলা হব বলে ভারতীয় হাইকমিশন জানিয়েছে।
ঢাকার ভারতীয় হাইকমিশন মঙ্গলবার তাদের অফিশিয়াল ফেসবুকে পেইজে এ তথ্য জানায় ।
এতে বলা হয়, আমাদের ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্রগুলো ১১ আগস্ট থেকে পুনরায় চালু হবে। আবেদনকারীদের ভিসার জন্য আবেদন করতে কোন অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। পর্যটক ভিসা ছাড়া সব ভিসা আবেদন গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৫টি ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় অবস্থিত।
এএফ/০৩