সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৭, ২০২১
০৭:২৭ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৭, ২০২১
০৭:২৭ অপরাহ্ন
২০২১ সালের ডিসেম্বরে করোনায় দাফতরিকভাবে মোট মৃত্যুর সংখ্যা ৫০ লাখ ৩০ হাজারে পৌঁছাবে; আর হাসপাতালে বা সরকারি তথ্য কেন্দ্রে নিবন্ধিত হয় নি- এমন মৃতদের হিসেবের মধ্যে ধরলে এই সংখ্যা বেড়ে হবে প্রায় ১ কোটি ২০ লাখ।
যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্য তথ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২০২০ সালের মার্চে করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত এ রোকে আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের সংখ্যা বিষয়ক হালনাগাদ তথ্য প্রকাশকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ৪২ লাখ ৯০ হাজার ৭১২ জন।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মহামারিতে মোট মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি, কারণ বেশিরভাগ উন্ননশীল ও অনুন্নত দেশে করোনায় দৈনিক মৃত্যু বিষয়ক প্রকৃত সংখ্যা বা তথ্য হাসপাতাল কিংবা সরকারি সংস্থা পর্যন্ত আসতে পারে না।
করোনাভাইরাসের অতি সংক্রামক পরিবর্তিত ধরন ডেল্টার প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগী ও এ রোগে মৃতের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১৩৫ টি দেশে ডেল্টা ধরনে আক্রান্ত রোগী পাওয়া গেছে।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মূল করোনাভাইরাসের তুলনায় এর পরিবর্তিত ধরন ডেল্টার সংক্রমণ ক্ষমতা প্রায় ৬০ শতাংশ বেশি।
বি এন-০৫