কান্দাহার বিমানবন্দরে তালেবানের রকেট হামলা

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০১, ২০২১
০৪:২৫ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০১, ২০২১
০৪:২৫ অপরাহ্ন



কান্দাহার বিমানবন্দরে তালেবানের রকেট হামলা
রানওয়ে ক্ষতিগ্রস্ত, সব ফ্লাইট বাতিল

আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে কমপক্ষে তিনটি রকেট হামলা চালিয়েছে তালিবান। শনিবার রাতে এ হামলায় দু’টি রকেট গিয়ে রানওয়েতে আঘাত হানে। এতে বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলার জেরে কান্দাহার বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়।

আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক বার্তাসংস্থা এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।

কান্দাহার বিমানবন্দরের প্রধান মাসুদ পশতুন বলেন, ‘গত রাতে তিনটি রকেট হামলা হয় বিমানবন্দরে। এরমধ্যে দুটি রানওয়েতে আঘাত হেনেছে।’ তিনি বলেন, ‘এ কারণে সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।’

মাসুদ পশতুন জানান, রানওয়ে সংস্কারের কাজ চলছে। রোববার রাতের দিকে বিমান পরিষেবা আবার শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। কাবুলে বেসামরিক বিমান পরিষেবার এক কর্মকর্তাও রকেট হামলার খবরটি নিশ্চিত করেছেন।

গত কয়েক দিন ধরে আফগানিস্তানের নতুন নতুন এলাকা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে তালিবান। ইতোমধ্যেই তারা দেশটির অনেক জেলাশহর নিজেদের দখলে নিয়েছে। অনেক স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার দখল করতে গত কয়েকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবান। প্রাদেশিক রাজধানী শহরটির আশপাশ অবরোধ করে রেখেছে তালেবানরা। এবার বিমানবন্দরে রকেট হামলা চালালো তারা। তালিবানদের ঠেকাতে এ বিমানবন্দর দিয়েই আফগান সেনার রসদ ও অস্ত্র আসছিল।

আরসি-০৭