দু-এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার চিন্তা

সিলেট মিরর ডেস্ক


জুলাই ৩০, ২০২১
০৫:০১ অপরাহ্ন


আপডেট : জুলাই ৩০, ২০২১
০৫:০১ অপরাহ্ন



দু-এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার চিন্তা

করোনাভাইরাস মহামারির কারণে দেড় বছর ধরে বন্ধ থাকায় সেশনজটে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো। এই সময় অনলাইনে ক্লাস চললেও ছয় মাস ধরে চেষ্টা করেও কোনোভাবেই ভর্তি পরীক্ষা নেওয়া যাচ্ছে না। যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আগেই ভর্তিপ্রক্রিয়া শুরু করেছে। এ প্রেক্ষাপটে আগামী দু-এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার ব্যবস্থা করা হবে। 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এ তথ্য জানিয়েছেন। জাতীয় একটি দৈনিককে দেওয়া সাক্ষাতকারে এই তথ্য জানান তিনি। 

তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। প্রতিদিন কয়েক হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন আরও কয়েক শতাধিক। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় খোলাটা শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্য ঝুঁকি বাড়াবে। তবে আমার বিশ্বাস, আগামী দুই-এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার ব্যবস্থা হবে। তার চেয়ে বড় বিষয় পরীক্ষা তো নিতে হবে। আমরা চেষ্টা করছি, অনলাইনে পরীক্ষা নেওয়ার। আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে এ ব্যাপারে উৎসাহ দিচ্ছি।

তিনি আরও বলেন, আমরা এখন বিশ্ববিদ্যালয়গুলো খোলার পর্যায়ে রয়েছি। সরকার এখন শিক্ষার্থীদের টিকা দেওয়ার ক্ষেত্রে খুবই তৎপর। শিক্ষার্থীরাও টিকা নিচ্ছে। এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। আমি কিন্তু আগে থেকেই জোর গলায় বলছি, শুধু হলের ছাত্রদের টিকা দিলে চলবে না। কারণ ক্লাসে তো শুধু হলের ছাত্ররাই আসে না, অনাবাসিক ছাত্ররাও আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচজনের বেঞ্চে গাদাগাদি করে আটজন বসে। তাহলে আমরা শুধু হলের ছাত্রদের টিকা দিয়ে কিভাবে করোনা ঠেকাব? তাই আবাসিক, অনাবাসিক, বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সবাইকে টিকা দিতে হবে। সরকার কিন্তু সেদিকেই এগোচ্ছে। 

আরসি-০৭