দারুণ খেলেও অলিম্পিক থেকে দিয়ার বিদায়

খেলা ডেস্ক


জুলাই ২৯, ২০২১
১০:৩৯ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৯, ২০২১
১০:৩৯ পূর্বাহ্ন



দারুণ খেলেও অলিম্পিক থেকে দিয়ার বিদায়

অলিম্পিক আরচারির নারী রিকার্ভ এককের নক আউট পর্বের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বেলারুশের জিওমিনস্কায়া কারইয়ানার কাছে টাইব্রেকারে হেরেছেন দিয়া সিদ্দিকী।

গত বৃহস্পতিবার কারইয়ানার বিপক্ষে প্রথম সেট ২৩-২২ পয়েন্টে জিতে দারুণ শুরু করেছিলেন বাংলাদেশের নারী তীরন্দাজ। পরের দুই সেটে সমান স্কোর হলে জমে ওঠে খেলা।

চতুর্থ সেট হেরে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন অনিশ্চিত হয় দিয়ার। শেষ রাউন্ড জিতে আবার ফিরে আসেন প্রতিদ্বন্দ্বিতায়। নির্ধারিত প্রথম ৫ সেট শেষ হয় ৫-৫ সেট পয়েন্টে।

শেষ পর্যন্ত শ্যুট অফে হেরে বিদায় নিতে হয়েছে দিয়াকে। শ্যুট অফে ৬-৫ সেট পয়েন্টে হেরে যান বাংলাদেশের এই আরচার। প্রতিপক্ষ ১০ স্কোর করলেও দিয়া করেন ৯।

আরসি-০৪