যুক্তরাষ্ট্রকে হারিয়ে রাশিয়ার চমক

খেলা ডেস্ক


জুলাই ২৭, ২০২১
০২:৪৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২১
০২:৪৫ অপরাহ্ন



যুক্তরাষ্ট্রকে হারিয়ে রাশিয়ার চমক
টোকিও অলিম্পিক সাঁতার


সবার চোখ ছিল রায়ান মারফির দিকে। ২০১৬ রিও অলিম্পিকে সোনাজয়ী যুক্তরাষ্ট্রের এই সাঁতারু ১০০ মিটার ব্যাকস্ট্রোকে বিশ্বরেকর্ডধারীও। কিন্তু এবার সব হিসেব পালটে গেল। সবাইকে চমকে দিয়ে এই ইভেন্টে সোনা জিতে নিয়েছেন রাশিয়ার ইভজিনি রাইলোভ। শুধু জিতেছেন বললে ভুল হবে, ইউরোপিয়ান রেকর্ড গড়েই জিতেছেন। ওদিকে রূপাও নয়, মারফির কপালে জুটেছে ব্রোঞ্জ। দ্বিতীয় হয়েছেন রাইলোভের স্বদেশি ক্লিমেন্ত কোলেসনিকভ।

এএন/০৪