সিলেট মিরর ডেস্ক
জুলাই ২৫, ২০২১
০৯:১৭ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৫, ২০২১
০৯:১৯ পূর্বাহ্ন
ভারতের লোকসভার সাবেক স্পিকার ও বামপন্থী নেতা প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের ৯২তম জন্মদিন আজ। ১৯২৯ সালের ২৫ জুলাই আসামের তেজপুরে তাঁর জন্ম হয়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বরাবরই বক্তৃতা তথা বাচনভঙ্গির জন্য প্রশংসিত হয়েছেন সোমনাথবাবু। ১৯৬৮ সালে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) দলে যোগ দিয়েছিলেন। ১৯৭১ সালে প্রথম বার সাংসদ হয়েছিলেন সোমনাথবাবু।
২০০৮-এ দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কৃত হওয়ার আগে পর্যন্ত প্রায় ৪০ বছর সিপিএমের সদস্য ছিলেন। এর পর থেকে সক্রিয় রাজনীতি থেকে দূরেই থেকেছেন তিনি। তবে বিভিন্ন বিষয়ে তাঁর মতামত জানাতে কখনও পিছপা হননি।
১০ বারের সাংসদ সোমনাথবাবু জীবনে এক বারই নির্বাচনে হেরেছিলেন। ১৯৮৪-এ যাদবপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হন তিনি। এর পর বোলপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতে ফের সাংসদ হন। ২০০৪ সালে লোকসভার স্পিকারের দায়িত্ব গ্রহণ করেন তিনি। ২০০৯ সালের ১৬ জুন পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন। তিনি বোলপুর, যাদবপুর ও বর্ধমান থেকে সিপিএমের টিকিটে সাংসদ হয়েছিলেন।
২০১৮ সালের ১৩ আগস্ট বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আরসি-০৮