অর্ধেক আসন খালি রেখে তিন সপ্তাহ পর ট্রেন চলাচল শুরু

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৫, ২০২১
০৪:৫৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৫, ২০২১
০৪:৫৩ অপরাহ্ন



অর্ধেক আসন খালি রেখে তিন সপ্তাহ পর ট্রেন চলাচল শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে চলমান কঠোর লকডাউন আজ ভোররাত থেকে শিথিলের পর সকাল থেকে ৫০ শতাংশ আসন খালি রেখে ট্রেন চলাচল শুরু হয়েছে। তিন সপ্তাহ পর ট্রেন চলাচল শুরু হওয়ায় স্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকে ট্রেনের অপেক্ষায় আছেন।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে পারাবত, মহানগর, সুন্দরবন এক্সপ্রেস ট্রেন যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। নির্ধারিত সময়েই ট্রেনগুলো প্লাটফর্ম ছেড়ে যাচ্ছে। কমলাপুর স্টেশন ম্যানেজার এ তথ্য নিশ্চিত করেছেন।

সকাল সাড়ে ১০টার দিকে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেছেন। সেসময় তিনি কিশোরগঞ্জ এক্সপ্রেসের কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেন। এসময় রেলসচিব সেলিম রেজা, রেল কর্মকর্তা ও নিরাপত্তা রক্ষীসহ ৮০ থেকে ১০০ জন মন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যবিধি মেনে তারা ট্রেন পরিচালনা করছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লোকাল ট্রেনে নিয়ম ভাঙার কিছু ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সেরকম কিছু ঘটলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

স্টেশন ম্যানেজার মো. মাসুদ সারওয়ার বলেন, সব ধরনের প্রস্তুতি আমাদের শেষ। সকালে তিনটি ট্রেন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনে স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন করা যেন হয় আমরা সেদিকে নজর রাখছি। কোন যাত্রীকে মাস্ক ছাড়া ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না। স্টেশন এলাকায় আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তাছাড়া আমাদের কর্মীরা সারাক্ষণ হ্যান্ড স্যানিটাইজার এবং জীবাণুনাশক দিয়ে স্টেশন এলাকা পরিষ্কার করছেন। অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলছে।

আরসি-০৯