সিলেটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০১, ২০২১
০৯:১৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২১
০৯:১৪ অপরাহ্ন



সিলেটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাট থানাধীন ফ্লুতেছ গ্রামস্থ পানিপড়ার হাওর এলাকা থেকে সজিব শিকদার নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

এসময় র‌্যাব তার কাছ থেকে ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। গ্রেপ্তারকৃত শিকদার গোয়াইনঘাট থানাধীন ফুলতেছ গ্রামের বাবুর মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) গোয়াইনঘাট থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। 

এর আগে বুধবার (৩১ মার্চ) র‌্যাব গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, র‌্যাব গোপন তথ্যের ভিত্তিতে ফেন্সিডিলসহ শিকদার নামের এক যুবককে গ্রেপ্তার করে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে থানায় মামলা করেছে।

বি এন-০৬