নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০১, ২০২১
০৩:৫৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০১, ২০২১
০৩:৫৬ পূর্বাহ্ন
নগরের ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা মোল্লাপাড়া এলাকা থেকে দুই'শ পিস ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ মার্চ) তাদের আটক করা হয়। বুধবার (৩১ মার্চ) মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালীর থানার হিয়াবরন মোল্লাপাড়া এলাকার আক্তার মিয়ার বাড়ির সামনে অভিযান চালায় পুলিশ। এসময় জুমন উদ্দিন ও রুপা বেগম নামের দুইজনকে আটক করে পুলিশ। আটক জুমন নগরের মোকামবাড়ি বাজার এলাকার গিয়াস উদ্দিনের ছেলে এবং রুপা নগরের ভাতালিয়া এলাকার বদরুল ইসলামের মেয়ে। অভিযানের সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও নগদ ১৬৪০০ টাকা উদ্ধার করে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের।
বিএ-০৯