সিলেটে আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০১, ২০২১
০১:৫৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২১
০৮:০০ পূর্বাহ্ন



সিলেটে আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

করোনাকালে মানুষের নিস্তার ভাবনায় সিলেটে উদযাপিত হলো দৈনিক আমাদের সময়ের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। সিলেটের মেয়র, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও জেলা ও মহানগর পুলিশের কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে এ উপলক্ষে বুধবার (৩১ মার্চ) বিকেলে সিলেটের কিনব্রিজ-চাঁদনীঘাট এলাকায় সাধারণ মানুষের মধ্যে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণা ও সহস্রধিক মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণে সহযোগিতা করে মহানগর পুলিশের কতোয়ালি মডেল থানা। এসময় আমাদের সময়ের বিশেষ মাস্ক বিতরণ ছাড়াও মহানগর পুলিশের সহায়তায় সাধারণ মানুষের মধ্যে বিপুল সংখ্যক সার্জিকাল মাস্ক বিতরণ করা হয়। সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়।

স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আগে সবাই দৈনিক আমাদের সময়ের লোগো সম্বলিত মাস্ক পরিধান করেন। 

এ সময় বক্তারা বলেন, দুঃসময় থেকে উত্তরণে আমাদের সময়ের সাহসি ও উদ্যোমি তরুণদের সক্রিয় থাকতে হবে। তারা দৈনিক আমাদের সময়ের বস্তুনিষ্ঠতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে পত্রিকাটির অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।

দৈনিক আমাদের সময়ের ব্যুরো প্রধান সজল ছত্রীর সভাপতিত্বে এবং সিলেট প্রতিনিধি নুরুল হক শিপুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। 

উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সোয়েব, মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গণমাধ্যম) এবিএম আশরাফুল্লাহ তাহের, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েন (ইমজা)র সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সাধারণ সম্পাদক আনিস রহমান, জাতীয় পার্টির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক গোলাম সোবহান দীপন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজতকান্তি গুপ্ত, সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু, সদস্য ও প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক প্রণবকান্তি দেব, সিলেট কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আবু ফরহাদ, জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গির, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরি, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সাংবাদিক ছামির মাহমুদ, মঈন উদ্দিন, এস সুটন সিংহ, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী, সিলেট মিররের রাজীব রাসেল, মোহনা টিভির এএ চৌধুরী শিপার, যমুনা টিভির নিরানন্দ পাল, এটিএননিউজের অনিল পাল, মাছরাঙা টিভির শুভ্র দাস, ডিবিসি নিউজের হাসান শিকদার সেলিম, বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দলের খেলোয়াড় খায়রুল ইসলাম অপু, জেলা তাঁতি লীগের সভাপতি আলমগীর হোসেন, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ব্রতচারি বিমান তালুকদার, আফতাব হোসেন, সাংবাদিক রেজা রুবেল, মিঠু দাস জয়, শহীদুল ইসলাম সবুজ, আজমল হোসেন, মাহবুব হোসেন, কৃতিশ তালুকদার, জিসান আহমেদ, যুবলীগ নেতা জাহাঙ্গির আলম, সিলেট ব্যাডমিন্টন উন্নয়র পরিষদের সহসাধারণ সম্পাদক কাদির আহমদ, দৈনিক আমাদের সময়ের শাবিপ্রবি প্রতিনিধি হাসান নাঈম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি গোলাম মর্তুজা সেলিম, বিশ্বনাথ প্রতিনিধি আব্বাস হোসেন ইমরান, সিলেট অফিসের ফটো সাংবাদিক একরাম হোসেন, বিজ্ঞাপন প্রতিনিধি সোলেমান আহমদ, অফিস সহকারি মনসুর আলী রাসেল।

মাস্ক বিতরণ শেষে পথশিশুদের মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক বিতরণ করা হয়।

বিএ-০৫