ওসমানীনগরে ঝড়ে ব্যাপক ক্ষতি, বিদ্যুৎ বিপর্যয়

ওসমানীনগর প্রতিনিধি


এপ্রিল ০১, ২০২১
১২:৪৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২১
১২:৪৯ পূর্বাহ্ন



ওসমানীনগরে ঝড়ে ব্যাপক ক্ষতি, বিদ্যুৎ বিপর্যয়

সিলেটের ওসমানীনগরে কালবৈশাখী ঝড়সহ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসা-বাড়ির চাল উড়ে গেছে। ধসে পড়েছে একাধিক কাঁচা বাড়িঘর। শতাধিক স্থানে গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় গতকাল মঙ্গলবার (৩০ মার্চ) রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো ওসমানীনগর। বুধবার (৩১ মার্চ) দুপুর থেকে কয়েকটি এলাকায় সংযোগ চালু হলেও উপজেলার অনেক এলাকা এখনও বিদ্যুৎহীন রয়েছে।

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে প্রচন্ড বেগে বয়ে যাওয়া ঝড়ের ২৫ মিনিটের তাণ্ডবে থমকে যায় ওসমানীনগরবাসীর জীবন। ঝড়ের সময় গোয়ালাবাজারে বেশ কয়েকটি থ্রি হুইলার যানবাহন উল্টে যায়। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের চাল উড়ে ঢাকা-সিলেট মহাসড়কে পড়ে যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি করে। অনেক জায়গায় ধানগাছ মাটির সঙ্গে মিশে যাওয়ায় ফসলের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

এদিকে, শতাধিক স্থানে বিদ্যুৎ সংযোগের তার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন এলাকার লোকজন দীর্ঘসময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এতে বাসা-বাড়িতে অবস্থানকারীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।

সিলেট পল্লী বিদ্যুৎ-২ এর কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম মো. ফয়েজ উল্লাহ বলেন, ঝড়ে ওসমানীনগরে পল্লী বিদ্যুতের লাইনের প্রচণ্ড ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি মাত্র ৩টি ভাঙলেও প্রায় ২ শতাধিক স্থানে লাইনের উপর গাছপালা পড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা। আমরা পর্যায়ক্রমে প্রতিটি এলাকার বিদ্যুৎ সংযোগ চালু করতে কাজ করছি।

 

ইউডি/আরআর-০৩