দক্ষিণ সুরমার লালাবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০১, ২০২১
১২:০২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২১
০১:০৭ পূর্বাহ্ন



দক্ষিণ সুরমার লালাবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় চালকসহ ৩ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছেন। 

আজ বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সিলেটের ওসমানীনগর উপজেলার নিজ কুরুয়া এলাকার মৃত তহির উল্লাহর ছেলে ও অটোরিকশা চালক শামীম মিয়া (৩৫), বিশ্বনাথের চানসিকাপন গ্রামের হোমিও চিকিৎসক চেরাগ আলীর স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তাদের মেয়ে কামরুন নেছা শিপা (২০)।

জানা গেছে, দক্ষিণ সুরমার লালাবাজার স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস। এতে ঘটনস্থলেই অটোরিকশার চালক শাহীন ও রাহেলা বেগম নিহত হন। আহত হন আরও ৩ জন। দুর্ঘটনার খবর পেয়ে দক্ষিণ সুমরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে কামরুন নেছার মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনও পাওয়া না গেলেও তাদের মধ্যে অটোরিকশার চালক ছাড়া বাকি দুইজন মা ও মেয়ে। 

তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা এবং বাস জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।’

 

আরসি/এএফ-০১