শাবি প্রতিনিধি
মার্চ ৩১, ২০২১
১১:৩৬ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০১, ২০২১
১২:৩৮ পূর্বাহ্ন
করোনাভাইরাসের সংক্রমণ রোধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বুধবার (৩১ মার্চ) থেকে অনির্দিষ্টকালের জন্য প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়ে কোনো বহিরাগত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপাচার্য বলেন, 'বিশ্ববিদ্যালয়ে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাবের জন্য লকডাউনের নিয়ম প্রযোজ্য হবে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ ক্যাম্পাসে যাদের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তারা এই নিয়মের বাইরে থাকবেন। আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।'
এর আগে গতবছরের ১ অক্টোবর প্রথমবার ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেছিল শাবিপ্রবি কর্তৃপক্ষ।
এইচএন/আরআর-০১