সিলেটে বন্ধ হলো নারী উদ্যোক্তা মেলা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ৩১, ২০২১
০৭:২৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ৩১, ২০২১
০৭:২৪ অপরাহ্ন



সিলেটে বন্ধ হলো নারী উদ্যোক্তা মেলা

আন্তর্জাতিক নারী দিবসে সিলেট নগরে শুরু হওয়া মাসব্যাপী নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলা স্থগিত করা হয়েছে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ বুধবার এক সিদ্ধান্তের আলোকে মেলা কর্তৃপক্ষ মেলা বন্ধ ঘোষণা করা হয়।

এর আগে গত ৮ মার্চ নারী দিবসে সিলেট সদর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নারী উদ্যোক্তাদের সম্মেলন উপলক্ষে পণ্য প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

এদিকে এ মেলা শুরু থেকে প্রতিদিন অসংখ্য মানুষের আগমন ঘটলে দেখা দেয় করোনা ঝুঁকি। এমনকি শিশু-কিশোদের আগমনের কারণে উৎকন্ঠা ছড়ায় সচেতন মহলে। এ অবস্থায় করোনার ঝুঁকি প্রতিরোধে পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা মেলা বন্ধ করতে বিভিন্ন মহল থেকে দাবি উঠলে মঙ্গলবার জেলা প্রশাসন থেকে মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার এক সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। এমন সিদ্ধান্তের পর পর মেলা কর্তৃপক্ষ মেলা বন্ধের ঘোষণা দেয় বলে একটি সূত্রে জানা যায়।

আরসি-০৬