সিলেট মিরর ডেস্ক
মার্চ ৩১, ২০২১
০৩:২৬ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ৩১, ২০২১
০৩:৩০ পূর্বাহ্ন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএমসিসিআই) দুই বছর মেয়াদের নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। আফজাল রশীদ চৌধুরীকে সভাপতি হিসেবে পুননির্বাচিত করে গত রবিবার এই কমিটি ঘোষণা করা হয়।
রবিবার ২১ জন পরিচালকের মধ্য থেকে বিনা প্রতিদ্ধন্দিতায় নির্বাচিত ১ম সহ-সভাপতি হিসাবে মো. আব্দুল জব্বার জলিল, সহ-সভাপতি হিসাবে খায়রুল হোসেন এবং কোষাধ্যক্ষ হিসাবে আলীমুছ ছাদাত চৌধুরী নির্বাচিত হন।
পরিচালনা পর্ষদের নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন হাসিন আহমদ, মো. মাহমুদ বকস রাজন, শফিউল আলম চৌধুরী, মো. হুরায়রা ইফতার হোসেন, কাজী মকবুল হোসেন, জিয়াউল গণী আরিফীন, মোহাম্মদ কফিলুর রহমান, সুমেয়াত নুরী চৌধুরী, মুয়াম্মীর হোসেন চৌধুরী, মো. মুহিতুল বারী রহমান, মুনতাসির আলী, রেজাউল হাসান জাকারিয়া, মো. সিদ্দিকুর রহমান, অজয় কুমার ধর, মো. মাহমুদুর রহমান, শান্তনু দত্ত, কল্লোল আহমদ।
গত ৬ ফেব্রুয়ারি এসএমসিসিআই-এর দ্বি-বার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাহফুজুর রহমান। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে অর্ডিনারী শ্রেণি থেকে ১১ জন ও অ্যাসোসিয়েট শ্রেণি থেকে ১০ জনের একটি মাত্র প্যানেল হওয়ায় নির্বাচন কমিশনার ওই প্যানেলটিকে নির্বাচিত ঘোষণা করেন।
গত রবিবার সন্ধ্যায় এসএমসিসিআই-এর কনফারেন্স হলে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাহফুজুর রহমানের সভাপতিত্বে এসএমসিসিআই-এর সভা কক্ষে এ নির্বাচনী সভা অনুষ্টিত হয়।
বিএ-০৫