উন্নয়নের জন্য ঐক্য জরুরি: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২৯, ২০২১
০৫:০৭ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৯, ২০২১
০৫:০৭ পূর্বাহ্ন



উন্নয়নের জন্য ঐক্য জরুরি: জেলা প্রশাসক
সুবর্ণজয়ন্তী ও উন্নয়নশীল বাংলাদেশ উৎসব সম্পন্ন

সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ স্বীকৃতি পাওয়ায় সিলেট জেলা প্রশাসন আয়োজিত দুদিনব্যাপী উৎসব সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, এদেশের গণমানুষের আশা-আকাঙ্খার ভরসাস্থল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।  একসময়ের স্বল্পোন্নত ক্ষুদ্র অর্থনীতির দেশ আজ উন্নয়নশীল দেশ হওয়ার পথে সব আয়োজন চূড়ান্ত করেছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমাদের সবার ঐক্য জরুরি।

রবিবার (২৮ মার্চ) সন্ধ্যায় নগরের জেলা স্টেডিয়াম প্রাঙ্গনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সিলেট জেলা শিল্পকলা অ্যাকাডেমির কালচারাল অফিসার অশিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, সিনিয়র সাংবাদিক আল আজাদ।

এর আগে বিকেল ৪ টায় অনুষ্ঠানস্থলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে অনুষ্ঠিত হয় কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। সকাল পৌনে ১১টায় ‘রূপকল্প ২০৪১: উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ বক্তব্য দেন। প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম।

দুদিনব্যাপী উৎসব উপলক্ষে ৫৭ টি সরকারি দপ্তরের অংশগ্রহণে উন্নয়ন মেলার আয়োজন করা হয়। আগত দর্শনার্থীরা স্টল ঘুরে সরকারি বিভিন্ন সম্পর্কে জানার পাশাপাশি উপস্থিত সেবাও গ্রহণ করেন।

বিএ-১৮