নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৩, ২০২১
০৮:১৫ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২১
০৮:১৫ পূর্বাহ্ন
সিলেট বিভাগে সোমবার ১১ হাজার ৯৬২ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে ৭ হাজার ১৮৪ জন পুরুষ এবং ৪ হাজার ৭৭৮ জন নারী। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত টিকা গ্রহণ করেছেন ১ লাখ ৫৫ হাজার ৮০৭ জন। তবে সোমবার বিভাগে টিকা গ্রহণকারীর সংখ্যা কমেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বিভাগে ১৫ হাজার ৩০০ জন, আর ২০ ফেব্রুয়ারি ১৩ হাজার ৮৫১ জন টিকা নিয়েছিলেন। তবে ১৯ ফেব্রুয়ারি (শুক্রবা) সাপ্তাহিক ছুটি ও ২১ শে ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় এ দুইদিন টিকা কেন্দ্র বন্ধ ছিল। স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাদের ম্যাসেজ আসছে তারাই এখন টিকা নিতে পারছেন। তাই টিকা গ্রহণকারীর সংখ্যা কিছুটা কমেছে।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, সোমবার সিলেট জেলায় ৪ হাজার ৩২২ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে ২ হাজার ৬৩৭ জন পুরুষ এবং ১ হাজার ৬৮৫ জন নারী। সুনামগঞ্জে টিকা নেন ১ হাজার ৯২৯ জন। এদের মধ্যে ১ হাজার ১০২ জন পুরুষ ও ৮২৭ জন নারী। হবিগঞ্জে টিকা গ্রহণ করেন ২ হাজার ৩৯০ জন। এর মধ্যে ১ হাজার ৫০৯ জন পুরুষ এবং ৮৮১ জন নারী। মৌলভীবাজার বুধবার ৩ হাজার ৩২১ জন টিকা গ্রহণকারীর মধ্যে ১ হাজার ৯৩৬ জন ছিলেন পুরুষ এবং ১ হাজার ৩৮৫ জন ছিলেন নারী।
সিসিক সূত্রে জানা যায়, নগরে গতকাল ১ হাজার ৭৩৬ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রে টিকা নেন ১ হাজার ৫০৬ জন। এদের মধ্যে ৮২৪ জন পুরুষ এবং ৬৮২ জন নারী। পুলিশ হাসপাতলে বুধবার ২৩০ জন টিকা গ্রহণকারীর মধ্যে ১৪৩ জন পুরুষ ও ৮৭ জন নারী ছিলেন। বিষয়টি সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে নিশ্চিত করেছেন।
এনএইচ/আরসি-০৩