মঙ্গলবার নগরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ২৩, ২০২১
০২:৪১ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২১
০২:৪১ পূর্বাহ্ন



মঙ্গলবার নগরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

বিদ্যুতের বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট দপ্তরের নিয়ন্ত্রনাধীন ১১ কেভি ফিডারের আশপাশের গাছের ডালপালা কাটা এবং ফিডারের মেরামত ও সংরক্ষণ কাজের জন্য মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সিলেটের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ১১ কেভি, নাইওরপুল ফিডারের আওতাধীন বিটিভি (বিবিবি-১),পানির পাম্প,কাজী জালাল উদ্দিন স্কুল, কুমারপাড়া পয়েন্ট সংলগ্ন, এসজিএস, পুলিশ কমিশনার, ওসমানি যাদুঘর, ঝরনারপাড়, কুমারপাড়া, কুমারপাড়া পয়েন্ট ও আশপাশ এলাকায় সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিএ-১৭