'ফেঞ্চুগঞ্জ নিউজ টোয়েন্টিফোর ডটকম'র যাত্রা শুরু

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৩, ২০২১
১২:৪৫ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২১
১২:৪৭ পূর্বাহ্ন



'ফেঞ্চুগঞ্জ নিউজ টোয়েন্টিফোর ডটকম'র যাত্রা শুরু

‘সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ’ এ স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ফেঞ্চুগঞ্জ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘ফেঞ্চুগঞ্জ নিউজ টোয়েন্টিফোর ডটকম’।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘ফেঞ্চুগঞ্জ নিউজ টোয়েন্টিফোর’র আনুষ্ঠানিক নবযাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের ডাক'র সাবেক নির্বাহী সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা। সমাজকর্মী মারুফ বিন মারুফের সঞ্চালনায় ও ‘ফেঞ্চুগঞ্জ নিউজ টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, এনটিভি ইউরোপের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি দেলোয়ার হোসেন পাপ্পু, ফেঞ্চুগঞ্জ বার্তার নির্বাহী সম্পাদক বদরুল আমীন ও সিলেট মিরর’র ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি শহিদ আহমদ চৌধুরী জুলহান। বক্তারা অনলাইন পত্রিকাটির সাফল্য কামনা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিএনএন টিভির ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি আর কে দাস চয়ন, একাত্তরের কথা’র ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি আসিফ ইকবাল ইরন, দৈনিক উত্তরপূর্ব’র বালাগঞ্জ প্রতিনিধি তারেক আহমদ, দৈনিক উত্তরপূর্ব’র ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি রুমেল আলী, লিবার্টি টিভির ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি মো. শাহজাহান আহমদ, বিজয়ের কন্ঠ’র ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি এমরান আহমদ, সমাজকর্মী শাহরিয়ার নাজিম, ইকবাল আহমদ লিমন, পাবেল আহমদ, সাইফুল ইসলাম পাপ্পু, নাবিদ আহমদ, রাজা আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারি মিনহাজ উদ্দিন। এরপর স্বাগত বক্তব্য দেন সাংবাদিক তারেক আহমদ। শেষে কেক কেটে শুভযাত্রা ঘোষণা করা হয়।

 

এসএ/আরআর-০২