বিয়ানীবাজার প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২১
০৮:৩৭ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২১
০৮:৩৮ অপরাহ্ন
বিয়ানীবাজারে ৮ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি গজুকাটা এলাকার আব্দুল মালেকের ছেলে জালাল উদ্দিন জলাই (৫৫)।
পুলিশ সূত্র জানায়, বিয়ানীবাজার থানার এসআই রুমেলের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুবাগ বাজারে অভিযান চালায়। অভিযানে ভারতীয় মদসহ মাদক কারবারি জালাল উদ্দিন জলাইকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, আটক জালাল উদ্দিন জলাই মাদক কারবারি। সে উপজেলা সীমান্তবর্তী দুবাগ বাজারে দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসা করে আসছে। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
এসএ/বিএ-১১