গোলাপগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২১
০৭:৪৮ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২১
০৭:৪৮ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন শুরু হয়েছে।
রাত ১২টা ১ মিনিটে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ। পরে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। এরপরে একে একে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা আওয়ামীলীগ, থানা পুলিশ, পৌরসভা, পৌর আওয়ামীলীগ, পৌর জাতীয় পার্টি, গোলাপগঞ্জ প্রেসক্লাব, পৌর বিএনপি, ছাত্রলীগ, যুবদল, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার, স্কাউটসহ বিভিন্ন সংগঠন।
উপজেলা পরিষদ :: প্রথমেই উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, এসিল্যান্ড অনুপমা দাস, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা অভিজিত কুমার পাল, সমবায়ক কর্মকর্তা জামাল মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, সমাজসেবা অফিসার নুরুল হক, খাদিজা খাতুন, পারভেজ তালুকদার প্রমুখ।
মুক্তিযোদ্ধা কমান্ড : উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপি শাফিকুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়াসহ মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগ : উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক আহমদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা আওয়ামীলীগ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য মঞ্জুর শাফী চৌধুরী এলিম, বাঘা ইউপি আওয়ামলীগীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, আওয়ামীলীগ নেতা নাজিমুল হক লস্কর, রুমেল সিরাজ, কামাল আহমদ, আবু সুফিয়ান আজম, হোসেন আহমদ প্রমুখ।
পুলিশ প্রশাসন : গোলাপগঞ্জ মডেল থানার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে পুলিশ প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল রাশেদুল হক চৌধুরী, ওসি হারুনুর রশিদ চৌধুরী, ওসি তদন্ত আবুল হাশেম প্রমুখ।
পৌরসভা : গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলের নেতৃত্বে পৌরসভা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এসময় পৌর পরিষদ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর আওয়ামী লীগ : পৌর আওয়ামীলীগ দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগে সাধারণ সম্পাদক রুহেল আহমদ, সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ চৌধুরী কফি, পৌর আওয়ামীলীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী, নাদিম মাহমুদ শিপলু, আশিদুর রহমান আশাই, হাদিউজ্জামান মাছুম, আব্দুল মুকিত, পারভেজ উদ্দিন, ইমরুল হানিফ, আজির উদ্দিন, আফজল হোসেন সোহেল, আব্দুস সালাম শিপলু, জয়নাল আহমদ, সোহেল আহমদ, আখতার হোসেন, যুবলীগ নেতা হাবিবুর রহমান কামিল, শান্ত দাস, রুহুল ইসলাম প্রমুখ।
গোলাপগঞ্জ প্রেসক্লাব : গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে গোলাপগঞ্জ প্রেসক্লাব । এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সদস্য দিনেশ দেবনাথ, ফারহান মাসউদ আফছর, সাংবাদিক হোসেন আহমদ, সাইদুল ইসলাম মাহের প্রমুখ।
পৌর বিএনপি : পৌর বিএনপির মশিউর রহমান মহি, হেলালুজ্জামান হেলালের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
গোলাপগঞ্জ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার : গোলাপগঞ্জ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন -বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের সভাপতি আবু সুফিয়ান আজম ও যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান মাসউদ আফছর প্রমুখ।
এছাড়া, উপজেলা স্কাউট, ছাত্রলীগ, যুবদলসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করে। আজ সকাল থেকে দিবসের পরবর্তি কর্মসূচি শুরু হবে।
এফ এম/বি এন-১