সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২১
০৭:৫৪ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২১
০৭:৫৪ পূর্বাহ্ন
নিফার আলী (৪২) দক্ষিণ সুরমার চর মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। বিদ্যুতের ট্রান্সফরমার, বিদ্যুৎলাইনসহ জরুরি পরিষেবার গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি করতেন তিনি। বিপদে ফেলতেন স্থানীয় জনসাধারণকে। পালিয়ে থাকা নিফারকে কোনোভাবে খুঁজে পাচ্ছিল না পুলিশ।
অবশেষে গত শুক্রবার মোগলাবাজার থানা পুলিশের হাতে পাকড়াও হয়েছেন।
মোগলাবাজার থানার উপপরিদর্শক মো. শাহিন কবির জানান, নিফার আলী পেশায় চোর। তার বিরুদ্ধে চুরির একাধিক অভিযোগ রয়েছে। কোতোয়ালি থানায় জিআর ৫৬/১২ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অনেকদিন আগে থেকে ধরার চেষ্টা করেও পুলিশ ব্যর্থ হচ্ছিল। গত শুক্রবার একাধিক টিম নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ‘নিফার জানিয়েছে সে আগে চুরি করত, এখন ভালো হয়ে গেছে। চুরির পুরোনো একাধিক অভিযোগ থাকায় সে এখনও পালিয়ে বেড়াচ্ছে। ঢাকায় একটি মামলা রায়ের অপেক্ষায় রয়েছে।’
আরসি-০৪