শহীদ দিবসের বিভিন্ন কর্মসূচি

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২১, ২০২১
০৭:৪১ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২১
০৭:৪১ পূর্বাহ্ন



শহীদ দিবসের বিভিন্ন কর্মসূচি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছেÑ প্রভাতফেরি, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা আওয়ামী লীগ: একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৮টায় রেজিস্ট্রারি মাঠ থেকে প্রভাতফেরি। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। এই কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

মহানগর আওয়ামী লীগ: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকাল সাড়ে ৭টায় সিলেট সিটি করপোরেশনের সামনের চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করবেন নেতৃবৃন্দ। বাদ জোহর হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের নিচতলায় সকল শহীদের আত্মার মাগফেরাতসহ দেশ ও জাতির সম্মৃদ্ধি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া নগরের প্রতিটি ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

কেমুসাস: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি অনুযায়ী আজ সকাল ৯টায় কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা ও সাহিত্য সংসদের পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া সন্ধ্যা ৭টায় কেমুসাসের সাহিত্য আসর কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও একুশকে নিবেদিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেমুসাসের সাবেক সভাপতি, বিশিষ্ট ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সাহিত্য সংসদের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং ভাষা আন্দোলনের নেত্রী জোবেদা রহিম চৌধুরীর পরিবারের সদস্য সোহানি জাহান চৌধুরী।

আরসি-০২