সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২১
০৭:৩৫ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২১
০৩:১৬ পূর্বাহ্ন
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘নগরের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কাজ করতে গিয়ে অনেকের কাছে হিংসার পাত্র হয়েছি। তবু নগরবাসীর কল্যাণে আমৃত্যু কাজ করে যেতে চাই।’
গত শুক্রবার রাতে নগরের বন্দরবাজারের লালবাজার পুরানলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে বাজারে আয়োজিত ওয়াজ মাহফিলে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, ‘এই কাজ আমার ব্যক্তিগত নয়। সিলেট নগরের উন্নয়ন মানে নগরবাসীর উন্নয়ন। আমি আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে পুরো পরিষদ নিয়ে এই নগরের মানুষের কল্যাণে দিনরাত কাজ করছি। আমি কখনও অন্যায়ের কাছে মাথা নত করি না। আমার বিশ^াস আল্লাহ সহায়, সৎ পথে থাকলে কোনো বুলেটই আমার ক্ষতি করতে পারবে না। এই নগরের মানুষ আমার প্রাণশক্তি।’
বাদ আসর থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত ওয়াজ মাহফিলে বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন লালবাজার-পুরানলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আজাদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি শফিক মিয়া, কো-সভাপতি শেখ এনায়েত হোসেন, সহ-সভাপতি মো. নুর উদ্দিন, সহ-সভাপতি শাহ আলম ও উপদেষ্টা রইছ আলী।
ওয়াজ মাহফিলে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন, সিলেট সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের। বক্তব্য দেন, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মোস্তাক আহমদ খান, হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব সাঈদ বিন নুরুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মতিউর রহমান, শাহ আবু তুরাব জামে মসজিদের ইমাম মুফতি বেলাল উদ্দিন, সিলেট সিটি করপোরেশন জামে মসজিদের ইমাম ও খতিব শামসুল ইসলাম আল হাদী।
সমিতির সাধারণ সম্পাদক জাহিদ আহমদ খান, যুগ্ম সম্পাদক শাহেদুর রহমান, সহ সম্পাদক শামীম আহমদ, সহ সম্পাদক হাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন, ব্যবসায়ী সমিতির উপদেষ্টা রোটারিয়ান মাহবুবুল আলম মিলন। কোরআন তেলাওয়াত করেন আমিনুল ইসলাম, হাফিজ সিরাজুল ইসলাম, জারজিস রহমান ফাইয়াজ, তৈয়বুল ইসলাম তামিম, তাহমিদুল ইসলাম। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন কলরব শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।
আরসি-০১