সিলেট-২ আসনে বিএনপির টিকিট চান অ্যাডভোকেট আনোয়ার

ওসমানীনগর প্রতিনিধি


ফেব্রুয়ারি ২১, ২০২১
০৩:১৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২১
০৩:১৩ পূর্বাহ্ন



সিলেট-২ আসনে বিএনপির টিকিট চান অ্যাডভোকেট আনোয়ার

সিলেট-২ আসনে প্রার্থিতা ঘোষণা করলেন সিলেট জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন। আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি আগামী সংসদ নির্বাচনে বিএনপির টিকিটপ্রার্থী বলে জানিয়েছেন।

এ আসনে পরপর ৩ বার বিএনপির দলীয় মনোনয়নে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলী। সর্বশেষ নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে সাংসদ নির্বাচিত হন গণফোরামের কেন্দ্রীয় নেতা মোকাব্বির খান।

বিএনপির কেন্দ্রীয় নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান দাবি করে সভায় অ্যাডভোকেট আনোয়ার বলেন, ওসমানীনগর ও বিশ্বনাথে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনগুলো অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সুসংহত ও আন্দোলনমুখী। কিন্তু প্রশাসনিক হয়রারি ও সাজানো মামলার কারণে অনেকেই মাঠে নামতে পারছেন না। তবে ইলিয়াস আলীকে ফিরে পেতে ওসমানীনগর-বিশ্বনাথের বিএনপিসহ সাধারণ মানুষ যেকোনো ত্যাগ স্বীকারে রাজি। সবাইকে সম্পৃক্ত করে ইলিয়াস মুক্তি আন্দোলন আরও বেগবান করা হবে।

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল প্রসঙ্গে তিনি বলেন, কিছু কিছু রাজনৈতিক নেতা রয়েছেন যাদের দ্বিচারিতার কারণে প্রতিটি দলেই অভ্যন্তরীণ কোন্দল লেগে থাকে। বিএনপিও এর ব্যতিক্রম নয়। তবে রাজনৈতিক নেতাদের অবশ্যই দলীয় আদর্শ মেনে চলা উচিত। কতিপয় লোকজন কোন্দলকে কেন্দ্র করে ব্যক্তিগতভাবে লাভবান হলেও দলের জন্য তা মারাত্মক ক্ষতিকর। এদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করা উচিত।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলেমান আলী, তাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাইস্তা মিয়া, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপি নেতা ছোরাব আলী, মো. আবুল কালাম, উপজেলা যুবদল নেতা লাল মিয়া, উসমানপুর ইউপি যুবদলের যুগ্ম-সম্পাদক মিঠু মিয়াসহ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।

 

ইউডি/আরআর-০৪