ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২১
০৩:০৩ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২১
০৩:০৩ পূর্বাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ফেঞ্চুগঞ্জ উচ্চবিদ্যালয়ের অস্থায়ী ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মহমুদ উস সামাদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর ফলক উম্মোচন করেন।
ভবন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বদরোদ্দোজা। সমাজকর্মী সাহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়ত হোসেন, সিলেট জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহীদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শুকুর উদ্দিন, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান আহমদ লছমান, ইউপি সদস্য জুবেদ আহমদ ও এম হাসান লিমন।
এ সময় উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান, কাসিম আলী সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক কয়েছুর রহমান, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য সচিব সঞ্জয় পাল, ইউপি সদস্য দিলা মিয়া, আব্দুস সামাদ রজত দেব, নারী ইউপি সদস্য শেফা বেগম, লিলন বেগম, বালি বেগম, কাবুল মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মো. মিনহাজ উদ্দিন। এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এসএ/আরআর-০৩