সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২১
০২:৪২ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২১
০২:৪২ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে বাংলাদেশ স্কাউটস জাতীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ও বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিমের উদ্যোগে অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর ১২টায় উপজেলার সদর ইউনিয়নে অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহফুজুর রহমান কাশিমী জসিমের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিতুর রহমান ইমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, বাংলাদেশ স্কাউটস জাতীয় কমিটির নির্বাহী সদস্য, জেলা আওয়ামীলীগের সদস্য ও বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি তজমুল আলী তোতা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সায়েদ আহমদ ছাদ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, সাধারণ সম্পাদক ইসমাইল আলী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মিছবাহুল হক মাছুম, রফিকুল ইসলাম চৌধুরী রানা, আওয়ামীলীগ নেতা আবু সুফিয়ান আযম, ইউপি সদস্য মুজিবুর রহমান মল্লিক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী লিয়াকত আলী। অনুষ্ঠানে ৫ শতাধিক অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এফএম/বিএ-১৬