শাবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২১
০১:২১ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২১
০১:২১ পূর্বাহ্ন
আসন্ন সেমিস্টার ফাইনালকে সামনে রেখে বন্ধ থাকা আবাসিক হলসমূহ খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এবং উপাচার্য ভবনের সামনে এ বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, পরীক্ষার সময় আবাসিক হল বন্ধ রেখে এরং অনলাইন ক্লাস'র রিভিউ ক্লাস না নিয়ে চূড়ান্ত পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত অমানবিক এবং স্বৈরাচারী। নতুন করে মেস/বাসা ভাড়া নিতে হলের শিক্ষার্থীদের অর্থনৈতিক সংকট, নিরাপত্তাহীনতাসহ নানার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
শিক্ষার্থীরা আরও বলেন, ইতোমধ্যে অনেক শিক্ষার্থী সিলেটে চলে আসায় মেস বা বাসা নিতে সমস্যা পড়তে হচ্ছে। তাই অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।
আরসি-১৩