বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

বিয়ানীবাজার প্রতিনিধি


ফেব্রুয়ারি ২০, ২০২১
০৮:১৬ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২১
০৮:১৭ অপরাহ্ন



বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

বিয়ানীবাজারে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার  বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশের সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে থেকে শনিবার ভোর পর্যন্ত বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়ের নেতৃত্বে ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একই রাতে সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলার গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত ৫ জন আসামীকে গ্রেপ্তার করে। 

সকালে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো,  মো: আব্দুল করিম (৩৮),অয়েক আহমদ সোয়েব (২৫), সুহেল আহমদ (৩৩),আলী আহমদ (৩৫) ও বিশ গ্রাম গাঁজা সহ সাইদুল ইসলাম(২৭) কে গ্রেপ্তার করা হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ৫জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের সার্বিক নিদের্শনা মোতাবেক সাজাপ্রাপ্ত আসামীসহ পরোয়ানাভূক্ত আসামীদের গ্রেপ্তারের বিশেষ অভিযান চলমান থাকবে।

এস এ/বি এন-১