করোনায় মারা গেলেন প্রবাসী কমিউনিটি নেতা এনামুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ২০, ২০২১
০৬:৫৮ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২১
১২:১৬ পূর্বাহ্ন



করোনায় মারা গেলেন প্রবাসী কমিউনিটি নেতা এনামুল হক চৌধুরী

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা এনামুল হক চৌধুরী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

যুক্তরাজ্যের সুইনডন গ্রেইট ওয়েস্টার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

এনামুল হক চৌধুরীর ছোট ভাই সাবেক ছাত্রদলনেতা ও সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী সিলেট মিররকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এনামুল হক চৌধুরী দীর্ঘ দেড় মাস ধরে করোনা আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের সুইনডন গ্রেট ওয়েষ্টার্ন  হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারিরীক অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে তাকে ইন্টেনসিভ কেয়ারে স্থানান্তর করা হয়। শুক্রবার সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এনামুল হক চৌধুরী লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরীর চাচাতো ভাই। সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহবাগের কচুয়া গ্রামের বাসিন্দা এনামুল হক চৌধুরী যুক্তরাজ্যের উইলশায়ারের রয়েল উটন বাসেট শহরে তিনি বসবাস করতেন।

 

বিএ-০৭