গোলাপগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ২০, ২০২১
০৬:১৫ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২১
০৬:১৫ অপরাহ্ন



গোলাপগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিলেটের গোলাপগঞ্জের পৌর এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার পৌর এলাকার স্বরস্বতী কামারগাঁও নিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, পৌর এলাকার স্বরস্বতী শিমুলতলা এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে মো. রফিক উদ্দিন (৫২) ও একই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে জিলু মিয়া (৪২)। 

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এফএম/বিএ-০৪