শাবিপ্রবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২১
০৬:০৬ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২১
০৬:০৬ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আসন্ন সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময় প্রশাসন আবাসিক হল বন্ধ রেখে এবং রিভিউ ক্লাস না নিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রদল।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান গণি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরীক্ষার সময় আবাসিক হল বন্ধ রেখে এরং অনলাইন ক্লাসের রিভিউ ক্লাসের ব্যবস্থা না করে গত বুধবার একাডেমিক কাউন্সিলের সভায় প্রথম তিন বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থী বিমুখ অগণতান্ত্রিক স্বৈরাচারী সিদ্ধান্তের বিরূদ্ধে জাতীয় ছাত্রদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
এতে উল্লেখ করা হয়, করোনার জন্য গত মার্চে থেকে ক্যাম্পাস বন্ধ। এতে সেশনজট দূর করার নামে বৈষম্যমূলক অনলাইন ক্লাস নিতে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে বেশিরভাগ শিক্ষার্থী ডিভাইস ও নেটওয়ার্ক সমস্যার কারণে ঠিকমতো ক্লাস করতে পারেনি। তখন পরবর্তীতে রিভিউ ক্লাস নেওয়ার কথা বলে শিক্ষার্থীদের রাজি করানো হয়। নামমাত্র ডাটা দিলেও যারা স্মার্টফোনের জন্য আবেদন করছিলো তারা এখনো কোন ফোন পায়নি। মানবিকতার কথা বলে টার্মটেস্ট, এসাইনমেন্ট ও উপস্থিতি নিয়ে শিথিলতার কথা থাকলেও তা প্রশ্নবিদ্ধ।
পরবর্তীতে হঠাৎ করে ঘোষণা দেয় স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। অথচ পরীক্ষার আগে রিভিউ ক্লাস নেওয়ার কথা থাকলেও তা নেওয়া হয়নি। এরই মধ্যে আবাসিক হল বন্ধ রাখবে। আবাসিক হলের শিক্ষার্থীদের নতুন করে বাসা ভাড়া নিতে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হচ্ছে। নামমাত্র কিছু টাকা মওকুফ করলেও হল না খোলায় অর্থনৈতিক সমস্যায় পড়ছে।
এসময়ে সবচেয়ে হীন ও স্বৈরাচারী সিদ্ধান্ত হচ্ছে আবাসিক হল বন্ধ রেখে এবং রিভিউ ক্লাস না নিয়ে ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত। যেখানে প্রথম বর্ষের জুনিয়ররা করোনার আগে মাত্র দেড়মাস সময় ক্যাম্পাসে পেয়েছিলো। পরীক্ষার অভিজ্ঞতা, পূর্ব প্রস্তুতি ও সিলেট সম্পর্কে জানা শোনা নেই তাদের। ইতোমধ্যে কিছু শিক্ষার্থী সিলেটে চলে আসায় মেস বা বাসা নিতে সমস্যায় পড়ছেন শিক্ষার্থীরা।
আমরা প্রশাসনের এমন সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত অগণতান্ত্রিক সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি এবং সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে দেওয়া, পরীক্ষার আগে অন্তত এক মাস রিভিউ ক্লাস নেওয়া এবং দুই সেমিস্টারে ন্যূনতম পনেরো দিন সময় রেখে পরীক্ষা নেওয়ার জোর দাবি জানাচ্ছে জাতীয় ছাত্রদল।
এনএইচ/বিএ-০৩