নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২০, ২০২১
০৭:২১ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২১
০৭:২২ পূর্বাহ্ন
পরিবেশ আইন অমান্য করায় সিলেটের ফেঞ্চুগঞ্জে চার ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তাকে সহযোগিতা করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সদর কোম্পানীর মেজর শওকাতুল মোনায়েম, লে. কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি আফসান-আল-অলম।
অভিযানে আব্দুল মোতালিব হেনু মিয়ার মেসার্স আব্দুল মোতাবিল ব্রিকসকে ৫ লাখ টাকা, ফরিদ আহমেদ এর মেসার্স সুরমা ব্রিকসকে ৫ লাখ, নাছেরুল ইসলাম চৌধুরীর একতা ব্রিকসকে ২ লাখ টাকা এবং মো. নুরুল ইসলামের এনবিসি ব্রিকসকে ৩ লাখ টাকা লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা, এএসপি আফসান-আল-আলম গতকাল শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে জানান, মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
আরসি-০৬