সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২১
০৬:৩৫ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২১
০৬:৩৫ পূর্বাহ্ন
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় শাহী ঈদগাহ জেলা শিল্পকলা অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাস গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
আলোচনার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে দলগত আবৃত্তি পরিবেশন করে মুক্তাক্ষর সিলেট। বিমল করের নির্দেশনায় জয়া রাণী কর জুঁইয়ের সঞ্চালনায় আবৃত্তি পরিবেশন করেন পিউ, হিমেল, গুলজার, মনিষা, ঐশিকা, আব্দুল্লাহ, পূর্ণতা, প্রভা ও স্বপ্ন কর।
বিভিন্ন কবির কবিতার মধ্যে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রশ’, পূর্ণেন্দু পত্রীর ‘আজ্ঞে হেঁ’, আখতার হোসেনের ‘হাপ্পুস হুপ্পুস’ মাহমুদুল হাসান নিজামীর ‘এলো বসন্ত’, শাহাদাত বখত শাহেদের ‘বুড়ো বয়সের ছড়া’, দীপঙ্কর চক্রবর্তীর ‘বেড়াল পালায়’।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের দলগত পরিবেশনা উপস্থাপন করে।
আরসি-০১