গোলাপগঞ্জে আসাব আলী-তফুরা ট্রাষ্টের শীতবস্ত্র বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ২০, ২০২১
০৪:৪২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২১
০৪:৪২ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে আসাব আলী-তফুরা ট্রাষ্টের শীতবস্ত্র বিতরণ

সিলেটের গোলাপগঞ্জে আসাব আলী-তফুরা ট্রাষ্ট এবং হিফজুল কোরআন একাডেমির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় উপজোর দত্তরাইল মাঝের মসজিদ সংলগ্ন মাঠে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

শিক্ষানুরাগী আব্দুন নূর মসলাই মিয়ার  সভাপতিত্বে ও সাইদুল ইসলাম মাহেরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসীরা আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বৈদেশিক মূদ্রা আয়ের পাশাপাশি দরিদ্র্য নিরসনে প্রবাসীরা সহায়ক ভূমিকা রাখছেন। প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ অসহায় মানুষের জন্য ব্যয় করছেন। আসাব আলী-তফুরা ট্রাষ্টের ট্রাস্টি আবুল কালাম আজাদ ও জাকির আজাদের মানবিক কর্মকান্ড প্রশংসার দাবিদার বলে উল্লেখ করেন তিনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, হিফজুল কোরআন একাডেমির পরিচালক নজমুল ইসলাম বিলকিছ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি শিক্ষানুরাগীন শেখ কামরুজ্জামান কামরুল, ইউপি সদস্য হোসেন আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা হোসেন আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, ছাত্রলীগ নেতা সাজিদুর রহমান। এসময় ১শ ৩০ জন অসহায় দরিদ্রের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

বিএ-২১