শাবিপ্রবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২১
০৪:২৫ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২১
০৪:২৫ পূর্বাহ্ন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে এবং জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সম্মিলিত সাংস্কৃতিক জোট।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক কার্টুন ফ্যাকটরি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি ও নিন্দা জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বাস শ্রমিকেরা মারধর ও লাঞ্ছিত করার প্রতিবাদে রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়ক অবরোধ করার জের ধরে পরিবহনশ্রমিরা গত মঙ্গলবার গভীর রাতে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
প্রায় এক ঘণ্টা ধরে নগরের রূপাতলী হাউজিং এলাকার কয়েকটি সড়কে শিক্ষার্থীদের মেসে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এ হামলা চালানো হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী নির্মমভাবে আহত হয়েছেন। যা কোনভাবেই মেনে নেওয়ার মতো না।
এতে আরও উল্লেখ করা হয়, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
বিএ-১৮