ওসমানীনগর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২১
০২:৫৮ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২১
০৩:২০ পূর্বাহ্ন
একবুক আক্ষেপ আর হতাশা নিয়েই চলে গেলেন ৭১-রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা কাছন উল্লাহ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় ওসমানীনগরের সাদিপুরস্থ গজিয়া নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর।
বীর মুক্তিযোদ্ধা কাছন উল্লাহ যুদ্ধ পরবর্তী সময়ে সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন ভাতা ও সুবিধা ভোগ করলে ২০১৭ সাল থেকে তাঁর ভাতা বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে তিনি সরকারের বিভিন্ন দপ্তরে ধর্ণা দিলেও কোন প্রতিকার পাননি। এদিকে প্রায় দেড় বছর ধরে তিনি কিডনি ও লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। কিন্তু অনটনের সংসারে তাঁর চিকিৎসা করাতেও হিমশিম খেতে হয়েছে বলে জানান কাছন উল্লাহ’র ছেলে সাহেদ আলী। তিনি বলেন, আমার বাবা তার যুব বয়সে ৪ নম্বর সেক্টরের অধীনে দেশ স্বাধীন করতে মৃত্যুকেও পরোয়া করেননি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, জীবনের শেষ সময় তিনি দেখলেন তার সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। যুবক বয়সে দেশের জন্য তিনি মৃত্যুকে ভয় পাননি, আর মৃত্যুর পূর্বে কেড়ে নেওয়া হলো তার অধিকার! এ নিয়ে বাবার আক্ষেপের শেষ ছিলো না। অর্থাভাবে আমরাও পারলাম না বাবার সুচিকিৎসা নিশ্চিত করতে।
এদিকে শুক্রবার দুপুরে ইব্রাহীমপুর স্কুল মাঠে মরহুমের জানাজা শেষে তাকে পঞ্চায়েতি কবরস্থানে দাফন করা হয়। জানাজার পূর্বে ওসমানীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর কফিন জাতীয় পতাকায় মোড়ে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত। এবং ওসমানীনগর থানার ওসি (তদন্ত) মাকসুদুল আমীনের নেতৃত্বে একদল পুলিশ গার্ড অব ওনারের মাধ্যমে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি শেষ শ্রদ্ধা জানায়।
বিএ-১৭