সমকাল সুহৃদ সমাবেশের নতুন কমিটি গঠন

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২০, ২০২১
০২:২৬ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২১
০২:২৬ পূর্বাহ্ন



সমকাল সুহৃদ সমাবেশের নতুন কমিটি গঠন

দৈনিক সমকাল এর পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সমকাল সিলেট ব্যুরোতে সাধারণ সভায় সকলের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি ঘোষণা করেন সমকালের সিলেট ব্যুরো প্রধান ও সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের প্রধান উপদেষ্টা চয়ন চৌধুরী।

সুব্রত বসুকে সভাপতি ও সজীব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে সুজিত দাশ, সহসভাপতি তমালিকা দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সুচরিতা ভট্টাচার্য, সহসাধারণ সম্পাদক তন্নী দাস, সাংগঠনিক উৎপল দাস, অর্থ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, দপ্তর সম্পাদক সাকিব আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রহর দাস, সাংস্কৃতিক সম্পাদক আবীর দাস, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পদক লাঙ্গলজাম দীপঙ্কর, পরিবেশ বিষয়ক সম্পাদক জয়ত্রী রায় ও পাঠচক্র সম্পাদক পদে শর্মিলা দাস পুরকায়স্থকে নির্বাচিত করা হয়।

এছাড়াও কমিটির কার্যকরী সদস্যরা হলেন, এমরান আহমদ, হেনা মমো, আসমা আক্তার মনি, পংকজ রায়, সাব্বির আহমদ, স্বর্ণা চন্দ, ওয়াছেহ আহমদ রবিন।

বিএ-১৫