সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২১
০২:১৩ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২১
০২:২৪ পূর্বাহ্ন
সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির মাতৃমঙ্গল হাসপাতালে দুস্থ পরিবারের ৬০ শিশুকে খতনা প্রদান করা হয়েছে। সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের উদ্যোগে ও রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের সহযোগিতায় এ ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় খতনা কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
খতনা ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
অনুষ্ঠানের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, আমার স্বপ্ন মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষের কল্যাণে যেন নিজেকে নিয়োজিত রাখতে পারি। মানব সেবাই মানুষের বড় ধর্ম হওয়া উচিত। এসময় তিনি আজীবন দুঃখী মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ব্যবসায়ী মঞ্জুর আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, ধন-সম্পদ বাড়ি-গাড়ি অর্জন করা ইবাদত নয়। গরিব-দুঃখী অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করাই একটি ইবাদত।
বক্তারা বলেন, আব্দুর রহমান রিপন ও তার পরিবারের সদস্যদের উদ্যোগে ধর্মীয় রীতি অনুযায়ী খতনা ক্যাম্পের আয়োজন সত্যিই একটি প্রশংসনীয় ও অনুকরণীয় উদ্যোগ। বক্তারা অবহেলিত বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, দি সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম সুয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মখন মিয়া চেয়ারম্যান, বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি ড. সানাউর আহমদ চৌধুরী, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, নাইওরপুল জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী এম. এ. মতিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছর আজিজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য মাহফুজ চৌধুরী জয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহসভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, মধুবন ব্যবসায়ী সমিতির সহসাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, সহসাধারণ সম্পাদক রাহেল আহমদ, ব্যবসায়ী আজিজুর রহমান শিপন।
অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহসভাপতি ও হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম। অনুষ্ঠানে ৬০জন শিশু ছেলেকে খতনা প্রদান করা হয়। তাছাড়া লুঙ্গি, গেঞ্জি, ব্যবস্থাপত্রসহ ঔষধ ও খাবার প্রদান করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ঝেরঝেরিপাড়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদ সুয়েব।
বিএ-১৪