নগরের খাসদবীরে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১৯, ২০২১
০৯:২৯ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২১
০৯:৫৩ পূর্বাহ্ন



নগরের খাসদবীরে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

সিলেট নগরের আম্বরখানা-বিমানবন্দর সড়কের খাসদবীর এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমান ঘটনার সত্যতা সিলেট মিররকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকল হয়ে যাওয়া একটি কাভার্ডভ্যানকে আরেকটি কাভার্ডভ্যান টেনে নিয়ে যাচ্ছিল। নগরের খাসদবীর জামে মসজিদের সামনে পৌঁছালে উলটো দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪৩৪২২) নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে করে ভেঙে গুড়িয়ে যায় পেছনের কাভার্ডভ্যানটি।

তিনি আরও জানান, পেছনের গাড়ির চালক আহত হয়েছেন। আশঙ্কাজনক না হলেও পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি।

তবে তাৎক্ষণিকভাবে গাড়ির চালকের নাম জানাতে পারেননি তিনি।

আরসি-১৪