নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৯, ২০২১
০৭:৩৪ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২১
০৭:৩৪ পূর্বাহ্ন
দুটি সার্ভিস লেনসহ চার লেনের ঢাকা-সিলেট মহাসড়কের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেছেন, ‘ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শীঘ্রই শুরু হবে। এ জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে।’ এই মহাসড়ক চার লেন নয়, মূলত দুটি সার্ভিস লেনসহ ছয় লেনের হবে বলে জানান মন্ত্রী।
মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা (মানস) সিলেট শাখার উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ও সিলেট কমিটির অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট প্রেসক্লাবের আমীনুর রশীদ চৌধুরী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমএ মান্নান বলেন, ‘মাদকের অপব্যবহার বন্ধে সরকার বলিষ্ঠ ভূমিকা রাখছে। ভবিষ্যতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ঢেলে সাজানো হবে; যাতে তারা আরও সক্রিয়ভাবে কাজ করতে পারেন।’
প্রসঙ্গক্রমে তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও কথা বলেন। মন্ত্রী বলেন, ‘হাওরের মধ্য দিয়ে রেললাইন প্রথমে সিলেট থেকে সুনামগঞ্জ নিয়ে যাওয়া হবে। পরবর্তী সময়ে এটিকে নেত্রকোনার মোহনগঞ্জ পর্যন্ত বিস্তৃত করা হবে।’
বর্তমান সরকারের উন্নয়ন কাজের মাধ্যমে বিগত ১২ বছরে সারাদেশের আমূল পরিবর্তন সাধিত হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘যারা পদ্মা সেতুতে উঠলে ভেঙে পড়বে বলে হাস্যরসের সৃষ্টি করেছিলেন, এখন তারাই পদ্মা সেতু দিয়ে যাতায়াত করবেন।’
মানস কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য বনমালী ভৌমিক, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের পরিচালক জাহিদ হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।
কাসমির রেজার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন, মানস সিলেট জেলা কমিটির সভাপতি হেলাল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, দৈনিক জৈন্তা বার্তার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমদ, বিটিভি সিলেট জেলা প্রতনিধি মুক্তাদীর আহমদ মুক্তা, ভোরের কাগজ পাঠক ফোরাম সিলেট পরিবারের সভাপতি অমিতা বর্ধন, লামাকাজী ইউনিয়নের মানস সভাপতি শাহনুর হোসেন।
উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সাংবাদিক খালেদ আহমদ, গৌরি চৌধুরী, ইমজা’র সাধারণ সম্পাদক আনিস রহমান, এমসি কলেজের প্রভাষক দিলীপ রায়, তাঁতী লীগের মহানগর শাখার সভাপতি নোমান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুয়েব আহমদ, মানস গোয়াইনঘাট কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, লামাকাজি ৯ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক অনজু আচার্য্য, হিমাংশু রায় হিমেল, সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি প্রশান্ত লিটন ও সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরী, নাট্যকার হীরা রায়, কবিতাকুঞ্জের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম লিটন, মানস সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মিহির মোহন, সিলেট ম্যাটস- এর ব্যবস্থাপনা পরিচালক বিমলেন্দু পাল।
আরসি-০৬