জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৯, ২০২১
০৭:২৪ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২১
০৭:২৪ পূর্বাহ্ন



জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর কৃষক দল।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের লোহাপাড়ায় এক সভায় প্রতিবাদ জানায় সংগঠনটি।

কৃষক দল সিলেট মহানগর শাখার আহ্বায়ক হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য দেন, যুগ্ম-আহ্বায়ক আব্দুজ জব্বার তুতু, অ্যাডভোকেট এজাজ উদ্দিন, সাজন চৌধুরী, শেখ মো. সুমন, মোফাজ্জল হোসেন পিরু, সালেহ আহমদ গেদা, গিয়াস আহমদ, মো. আলী লাহিন, সদস্য আনোয়ার হোসেন, মো. মোশাররফ, আমির হোসেন-১, ময়নূল হক স্বাধীন, পারভেজ আহমদ, আমির হোসেন-২, সাকিল আহমদ খাঁন, সুমন আহমদ, আব্দুজ জব্বার মদই, আহাদুর রহমান মুন্না, রুম্মান আহমদ, মোশররফ আহমদ, এনাম রহমান, মহসিন রাজা, উকিল আলী, মুহিত হাসান, আহসান হাবিব, ফয়েজ আহমদ, দরছ মিয়া, আবুল বশর মেম্বার, মরম আরী, মনির উদ্দিন বাবুল, রেজওয়ান আহমদ, ইকবাল আহমদ, শামীম আহমদ, খন্দকার মুমিন, ছইদ আলী, সামির হোসেন-৩ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শেখ সুমন আহমদ।

আরসি-০৬