নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৯, ২০২১
০৭:২০ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২১
০৭:২০ পূর্বাহ্ন
অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা প্রয়োজন উল্লেখ সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, ‘চোখ বন্ধ করে থাকলে হবে না। যে কোনো ধরনের অপরাধ বা অপরাধীর তথ্য সংশ্লিষ্ট থানা পুলিশ জানাতে হবে। জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে অপরাধ নির্মূল হবে।’
তিনি বৃহস্পতিবার সকালে এসএমপির মোগলাবাজার থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
উপকমিশনার সোহেল রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। মাদক, জুয়া নির্মূলে তথ্য দিয়ে অপরাধীদের অবস্থান পুলিশকে জানালে ব্যবস্থা নিতে সহজ হয়। চুরি, ডাকাতি চেষ্টার ঘটনা ঘটলে তাৎক্ষণিক মসজিদের ইমাম, মুয়াজ্জিনরা মাইকে প্রচার করবেন। পুলিশ ও জনসাধারণ এগিয়ে এসে প্রতিরোধ করা সম্ভব হবে।’
বক্তারা গুজবকারী ও বিকাশ প্রতারকসহ সবধরনের প্রতারকের ফাঁদ থেকে মুক্ত থাকার আহবান জানান। বিশেষ করে গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন পুলিশ কর্মকর্তারা।
অতিরিক্ত উপকমিশনার মো. এহসান উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার (অতিরিক্ত দায়িত্ব) মাইনুল আবছার, মোগলাবাজার থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন খাঁন, নিজাম উদ্দিন ইরান, সয়েফ খান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, সহসাধারণ সম্পাদক নুরুল হক শিপু, চুনু মিয়া, অধ্যাপক জিল্লুর রহমান সুয়েব, শমসের সিরাজ, সেলিম আহমদ মেম্বার, আইয়ুব হোসেন মেম্বার, সাংবাদিক সুলতান সুমন, দুলাল আহমদ, দীনেশ কর, রাহিমুল ইসলাম লিহিন, আব্দুল ওয়াদুদ, জয়নাল হক, রাজন খান ইমন, খলিলুর রহমান উসামা প্রমুখ।
আরসি-০৫